জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে অভাব ও হতাশায় যুবকের আত্মহত্যা!

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভাব-অনটন ও পারিবারিক কলহের জেরে সোয়েব মিয়া (২৫) নামের এক যুবকের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

০৩ আগষ্ট (রোববার)  সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা গ্রামে নিজ বাড়ির ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

সোয়েব মিয়া ওই গ্রামের জয়নাল মিয়ার ছেলে। পরিবার জানায়, কিছুদিন আগে তিনি বিভিন্ন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে গত ৬-৭ মাস ধরে তিনি বেকার ছিলেন, এতে হতাশায় ভুগছিলেন।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় ইউপি সদস্য মহসিন মিয়া বলেন, “সে খুব সাধারণ জীবন যাপন করত। কী কষ্টে আত্মহত্যা করেছে, তা আমাদের জানা নেই।”

মাধবপুর থানার এসআই সাইদুর রহমান জানান, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। কেউ প্ররোচনায় রেখেছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।”