জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে অসহায় তাম্বুনেছার বাড়িতে ত্রাণ সামগ্রী নিয়ে হাজির ইউএনও

আবুল হোসেন সবুজঃ হবিগঞ্জ মাধবপুর উপজেলা ধর্মঘর ইউনিয়নের খাদ্য সংকটে থাকা আশি বছর বয়সী বিধবা তামবুনেছার ঘরে খাদ্য নিয়ে হাজির হলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা তুজ জোহরা।

বুধবার (৫ মে) সকালে ইউএনও নিজে প্রধানমন্ত্রী ত্রাণ উপহার তামবুনেছা হাতে তুলে দেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল শাড়ি, ১০কেজি চাল, তেল ১লিটার, ১কেজি ডাল ও লবন, চিড়া, ইত্যাদি।

জানা গেছে, স্থানীয় সাংবাদিক জাকির হোসেন অসহায় এ বিদ্বাকে নিয়ে ফেসবুক পোস্ট করলে নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার। তামবু নেছার চরম খাদ্য সংকটে আছে এমন খবর পেয়ে সেখানে ছুটে যান ইউএনও ফাতেমা তুজ জোহরা এবং প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ খাদ্য সামগ্রী পৌঁছে দেন।