১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২০

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে কুরবানীর পশুর চামড়ার অরাজক অবস্থা বিক্রয় হচ্ছে পঞ্চাশ থেকে দেড়শ টাকায়

মৌসুমী চামড়ার হাট হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলওয়ে স্টেশন। রেল লাইনের উপরেই কুরবানীর ঈদের দিনে এই হাট বসে ।

আজ বুধবারও ঈদের দিন বিকালে এই হাটে বসেছে। খুদে পাইকাররা গ্রাম ঘুরে চামড়া সংগ্রহ করে এই হাটে নিয়ে এসেও সুবিধা করতে পারেনি। তাদেরকে প্রতিপিস চামড়া বিক্রয় করতে হয়েছে ছোট 50, মাঝারি 100, বড় 150 টাকা করে। শুধু মনতলা রেলওয়ে স্টেশন বাজারেই নয় উপজেলার প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে এবং পৌরসভায় চামড়ার এই অরাজক অবস্থা দেখা গেছে। অনেকেই চামড়ার এই চরম দরপতনে গর্তকরে মাটিচাপা দিয়েছে বলে খুব প্রকাশ করেন ।

এলাকার একটি মাদ্রাসার অধ্যক্ষ নাম প্রকাশ না করার শর্তে জানান মাদ্রাসায় এলাকাবাসীর দান করা প্রায় তিন শতাধিক চামড়া গড়ে 60 টাকা দরে পাইকারি বিক্রয় করেছেন।

তিনি জানান, সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করতে পারলে মাদ্রাসার একটি বড় অঙ্কের ফান্ড সংগ্রহ হত। কিন্তু দাম না পাওয়ায় তা আর হলো না। এসব হাটে প্রতিটি ছাগলের চামড়া বিক্রয় করা হয়েছে 15 থেকে 20 টাকায়।