১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১২:৪০

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন

হবিগঞ্জের মাধবপুরে করোনা নানা নানা ভালো আছেনকালীন সময়ে কৃষি প্রণোদনার আওতাধীন ১৩৫০ জন কৃষকের মাঝে উফশী ধান বীজ ও সার বিতরন করা হয়।

বৃহস্পতিবার বার সকালে উপজেলা চত্বরে কৃষি পূর্ণবাসন কমিটির উদ্যোগে এ সার ও বীজ বিতরনী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন।

এসময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক,সহকারী কমিশনার( ভুমি) মহিউদ্দিন আহম্মেদ,কৃষি কর্মকর্তা আল মামুন হাসানসহ ইউনিয়নে কর্মরত উপ সহকারী কৃষি কর্মকর্তাগন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, ‘কৃষিবান্ধব সরকার কৃষকদের দুর্দশার কথা চিন্তা করে এই করোনাকালীন সময়ে কৃষি প্রণোদনা বিতরণের নির্দেশনা দিয়েছে কৃষি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের। কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকভাবে লাভবান করার জন্য সরকার কৃষকদের প্রণোদনার মাধ্যমে উদ্বুদ্ধ করছে। কৃষকদের বিনামূল্যে সার, বীজ দিয়ে সহায়তা করছে। তারই ধারাবাহিকতায় আজ কৃষকদের মধ্যে এ সব উপকরণ বিতরণ করা হলো।’

পরে আন্দিউড়া ইউনিয়নের কৃষকদের মাঝে রবি মৌসুমের ৫ কেজি ধান বীজ,১০ কেজি এমওপি,১০ কেজি ডিএপি সার বিতরন করা হয়।