হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সর্বশেষ সায়হাম ফিউচার মার্কেটে ভয়াবহ চুরির ঘটনার পর শনিবার(২৫ অক্টোবর) দুপুরে ক্ষুব্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে মাধবপুর থানা ঘেরাও করেন।
বিক্ষোভকারীরা জানান, কয়েক মাস ধরে মাধবপুর পৌর এলাকা ও আশপাশে একের পর এক চুরির ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জলছাপ প্রিন্টার্সের ব্যবসায়ী বাদশা মিয়া বলেন, “রাতের বেলায় দোকানপাট নিরাপদ নয়। প্রতিদিনই কোথাও না কোথাও চুরির খবর শুনি। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”
বিক্ষোভকারীদের স্লোগান ছিল—
“চোরদের গ্রেপ্তার করো, নিরাপত্তা নিশ্চিত করো!”
এ বিষয়ে মাধবপুর থানার তদন্ত ওসি কবির হোসেন বলেন,
“যেকোনো ধরনের অপরাধ, বিশেষ করে চুরি-ডাকাতি রোধে আমরা সর্বদা তৎপর। সায়হাম ফিউচার মার্কেটে চুরির ঘটনাটি আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”
মাধবপুর উপজেলা বিএনপির নেতা মির্জা ইকরাম বলেন,
“মানুষকে খেপানো ঠিক নয়। একবার খেপে জুলাই বিপ্লব হয়েছিল। পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।”
চুরি-ডাকাতি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও রাতের টহল জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।


