জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে জাল টাকাসহ এক প্রতারক গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে জাল টাকাসহ একজন প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। এ সময় তার কাছ থেকে ১০টি ৫০০ টাকা মূল্যমানের সর্বমোট (১০x৫০০) =৫,০০০ (পাঁচ হাজার) বাংলাদেশী জাল টাকা উদ্ধার করে।

গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল জেলার মাধবপুর থানাধীন নোয়াপাড়া ইউনিয়নের কনোয়া গ্রামে অভিযান পরিচালনা করে বাংলাদেশী পাঁচ হাজার জাল টাকাসহ একজন প্রতারককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার দূর্লভপুর এলাকার বাসিন্দা মোঃ আনু মিয়ার ছেলে মোঃ সামছুল ইসলাম (৪২)।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন মাধ্যম থেকে জাল টাকা সংগ্রহ করে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৯ জাল টাকাসহ প্রতারকদের গ্রেফতার করার ব্যাপারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতারক মোঃ সামছুল ইসলামকে জাল টাকাসহ গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ঈদ পূর্ববর্তী সময়ে এই প্রতারক চক্র বিশেষভাবে সক্রিয় থাকে। চক্রের অন্যান্য সদস্য এবং যেকোন পর্যায়ে জাল টাকার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা নজরদারী এবং অভিযান অব্যহত থাকবে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতারকৃত প্রতারকের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে হবিগঞ্জের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।