হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইটাখলা ও ভেঙ্গাডোবা গ্রামের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রবিবার (৩০ নভেম্বর) দুপুর ০২:২০ মিনিট থেকে সন্ধ্যা ০৭:৩০ মিনিট পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাইকিংয়ের মাধ্যমে দুই গ্রাম থেকে আনুমানিক ১,০০০ থেকে ১,২০০ জন লোক দেশীয় অস্ত্র—দা, বল্লম, লাঠিসহ—সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ১২–১৫ জন আহত হয়। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও মাধবপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শাহজিবাজার আর্মি ক্যাম্প, মাধবপুর সার্কেল এসপি, এবং মাধবপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে পরিস্থিতি স্বাভাবিক করে।
পরবর্তী সময়ে পরিস্থিতি অস্থিতিশীল মনে হওয়ায় আজ সোমবার ভোর ০৪:৪০ মিনিটে সেনাবাহিনী, পুলিশ সার্কেল ও মাধবপুর থানা পুলিশের সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে সংঘর্ষের সঙ্গে জড়িত উভয় পক্ষের মোট ২১ জনকে আটক করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন—
কাজল মিয়া (২৮), হুমায়ূন (৩০), সুমন মিয়া (২৫), জীন মিয়া (২৪), ইকবাল, বাদল মিয়া (২১), আমিরুল ইসলাম (২৮), সাদ্দাম মিয়া (২৫), সাব্বির হোসেন (২৫), আশিক মিয়া (২৫), হান্নান মিয়া (২৫), সাইফ হোসেন (১৭), তানভীর (১৫), জাবেদ মিয়া, আরমান মিয়া (২২), নুরুল ইসলাম (৪৭), জাহিদ মিয়া (৩৩), ইসমাঈল হোসেন (৩৫), আলমশাহ, নাজমুল (৩২) ও কামরুল (২০)।
অভিযানে আটক আসামিদেরকে শাহজিবাজার আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

