জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে পৃথক অভিযানে গাঁজাসহ নারী মাদক কারবারি সহ গ্রেফতার ২

হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় মনতলা পুলিশ তদন্ত কেদ্রের পরিদর্শক আব্দুল কাইয়ুম এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরা ইউনিয়নের মেরাসানী গ্রামে জহুরা খাতুনের বসত ঘরে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ জহুরা খাতুন (৪৫)কে গ্রেফতার করে।

received 565345131298962

তিনি উপজেলার মেরাসানী গ্রামের মৃত আবুল খায়ের মানিক মিয়ার স্ত্রী।

অপর একটি অভিযানে তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ ৬ কেজি ৭শ গ্রাম গাঁজাসহ আব্দুল কাদের (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

বুধবার সকালে তেলিয়াপাড়া ফাঁড়ির এএসআই জিয়াউর রহমান এর নেতত্বে পুলিশ তেলিয়াপাড়া নোয়াহাটি এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৭শগ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে।।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল কাদের চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানের আব্দুল হামিদের ছেলে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।