বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স, শাড়ী ও জিরা আটক করেছে। যার মোট সিজার মূল্য প্রায় ১ কোটি ৫৫ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল রবিবার ১১ জানুয়ারি ২০২৬ তারিখ সীমান্ত হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন ঢাকা সিলেট মহা সড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে। পরবর্তীতে আনুমানিক বিকাল ৫ টার দিকে ০১টি পুরাতন কাগজের কার্টুন ভর্তি ট্রাক আসতে দেখে গাড়ীটি সংকেত দিয়ে থামানো হয়। উক্ত ট্রাকটি তল্লাশী করে কার্টুন নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পরিবহনকালে ভারতীয় বিপুল পরিমান কসমেটিকস, শাড়ীসহ জিরা দেখতে পাওয়া যায়। বিজিবি টহল দলকে মালামালের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মালামালগুলো আটক করা হয়। আটক ভারতীয় পণ্যের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ১ কোটি ৫৫ লক্ষ টাকা।
আটক পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।


