হবিগঞ্জ জেলার মাধবপুরে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্তকে পটুয়াখালীর বাউফল থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র্যাব-৮ বরিশালের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুলাই দুপুর ২টা ২৫ মিনিটে পটুয়াখালী জেলার বাউফল থানাধীন বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আকাশ মিয়াকে (২৪) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আকাশ মিয়া, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হবিবপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ নূর মিয়া।
জানা যায়, এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা (নং-৪২/২৫, তারিখ-২৭/০৫/২০২৫) দায়ের করা হয়। মামলার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিল।
র্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।