জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও উচ্ছেদ

হবিগঞ্জের মাধবপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজার মনিটরিং করা হয়৷ এসময় ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে আর্থিক জরিমানা করে মোবাইল কোর্ট।

আজ শনিবার উপজেলা শহরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভুমি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন এবং সহকারী কমিশনার ভুমি মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে ২০০৯ এবং দন্ডবিধি ১৮৬০ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনার সময় ৭টি মামলায় দায়ের করা হয়। এসময় ৭টি মামলার বিপরীতে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

মাধবপুরে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও উচ্ছেদ

এ সময় বাজারের রাস্তায় অবৈধভাবে বর্ধিত দোকানের অংশ যা সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে তাহা অপসারণ করা হয়।

অভিযানের সময় মাধবপুর থানার একদল পুলিশ ও স্যানিটারি ইন্সপেক্টর সহযোগীতা প্রদান করেন।।