জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে ২৩ বোতল ফেনসিডিলসহ আটক ২

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ধর্মঘর এলাকায় অভিযান চালিয়ে ২৩ বোতল ফেনসিডিল আটক করেছে পুলিশ। এসময় মাদকের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ ২জনকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে তাদেরকে আটক করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বাবুলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ধর্মঘর বটতলী এলাকার লাভলু মিয়ার দোকানের পাশ থেকে ২৩ বোতল ফেনসিডিলসহ আব্দুল আজিজের ছেলে মোঃ মোবারক হোসেন এবং শাহজাহানের ছেলে মোঃ পলাশ মোল্লাকে আটক করা হয়।

এসময় মাদকের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলও জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।