জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুর উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

হবিগঞ্জের মাধবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনীতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত জামায়াত কর্মীরা এক বিশাল মিলনমেলায় পরিণত করেছে ।

বোধবার বেলা ১০ টায় উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ – ৪ (মাধবপুর – চুনারুঘাট) আসনের জামায়াতের মনোনীত এম.পি পদপ্রার্থী হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা কাজী মুখলিছুর রহমান।

মাধবপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাধবপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাফিজ ভূঁইয়া।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি চেয়ারম্যান এড. মোঃ নজরুল ইসলাম ও বাইতুলমাল সেক্রেটারি মাওঃ আব্দস শহিদ।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবুল হাসিম, হবিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মস্তোফা কামাল, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান খাঁন সোহাগ ও শামসুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাকিম রানা সহ অনুষ্ঠিত পুনর্মিলনীতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ গ্রহণ করেন।

এ সময় জামায়াতে ইসলামী নেতারা বলেন, ঈদ কেবল আনন্দের উৎসবই নয়, বরং এটি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক। এই ধরণের পুনর্মিলনী অনুষ্ঠান পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।