হবিগঞ্জের বাহুবলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বড়গাঁও গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
নিয়ম নীতি তোয়াক্কা না করে কৃষি জমির উপরিভাগের মাটি কর্তন ও খনন করে বালু উত্তোলনের অভিযোগে মিরপুর দাখিল মাদ্রাসার আরবী শিক্ষক নুরুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
নুরুল হক ভাদেশ্বর ইউনিয়নের বড়গাঁও গ্রামের।
তাছাড়া জব্দ করা ৫০০ ঘনফুট বালু স্পট। পরে ভ্রাম্যমান আদালত প্রকাশ্যে
নিলামের মাধ্যমে বালু বিক্রয় করা হয়।ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে বাহুবল থানার একদল পুলিশ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট।