হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় অবস্থিত রাইট ভিশন সমবায় সমিতির বিরুদ্ধে অবৈধভাবে মূলধন সংগ্রহ, অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠেছে। সমবায়ের মালিক হুসনে মোবারক সুমন নিয়ম-নীতির তোয়াক্কা না করে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা সংগ্রহ করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয়দের ভাষ্যে, এ সমবায়টি যেন অতীতের কুখ্যাত ‘নিশান এনজিও’র পুনরাবৃত্তি।
পূর্ব চারাভাঙ্গা গ্রামের নাজমা আক্তার জানান, লাভের লোভ দেখিয়ে তার কাছ থেকে ২ লাখ টাকা নেওয়া হয়। একই গ্রামের আসমা আক্তারের কাছ থেকেও সংগ্রহ করা হয় ১ লাখ টাকা। জগদীশপুর বাজারের পান ব্যবসায়ী নন্দলালও জানান, তার ৩ লাখ টাকা এখনও ফেরত পাচ্ছেন না। ভুক্তভোগীরা বলেন, “লাখে আড়াই হাজার টাকার লভ্যাংশের প্রলোভনে আমরা টাকা দিয়েছিলাম। এখন মূলধনই ফেরত দিচ্ছে না। আমরা ন্যায় বিচার চাই।”
অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক হুসনে মোবারক সুমন বলেন, “আমরা কোনো সুদি কাজ করি না। কিছু সমস্যার কারণে দেরি হচ্ছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”
এদিকে উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, “বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। অবৈধ অর্থ সংগ্রহের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, দ্রুত পদক্ষেপ না নিলে আরও মানুষ প্রতারিত হওয়ার ঝুঁকি রয়েছে।


