জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

রাখাল গোপের রোগমুক্তি কামনায় সৃজনী যুব সংঘের প্রার্থনা ও আলোচনা সভা

সংযুক্ত আরব আমিরাত আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক বাবু রাখাল কুমার গোপের রোগমুক্তি কামনা করে বানিয়াচঙ্গে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১ মে রাত ৮ ঘটিকার সময় সৃজনী যুব সংঘের উদ্দ্যোগে সংঘের সাধারণ সম্পাদক জোয়েল গোপের বাড়ীতে কালী মন্দিরে এ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সৃজনী যুব সংঘের সভাপতি ইন্দ্রজিৎ গোপের সভাপতিত্বে ও বাবু নিখিল আচার্যের পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ প্রার্থনা সভায় বাবু রাখাল কুমার গোপের রোগমুক্তি কামনা করা হয় পাশাপাশি বৈশ্বিক মহামারি কোভিড-১৯ হতে রক্ষা করতে ও জগতের সকল প্রানীর মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

বিশিষ্ট মুরুব্বি সৃজনী যুব সংঘের অন্যতম উপদেষ্টা তারেশ গোপের সভাপতিত্বে ও হিন্দু কমিউনিটির নেতা নারায়ন দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় রাখাল কুমার গোপের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব,আরও বক্তব্য রাখেন উপজেলা হিন্দু মহাজোটের আহবায়ক জীবন চক্রবর্তী, হিন্দু কম্যুউনিটির নেতা রনজয় দাশ বাপ্পী,প্রধান শিক্ষক সজল কান্তি গোপ,সাংবাদিক তাপস হোম প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন চন্দন বিশ্বাস, অপু বিশ্বাস,দিপু চন্দ্র গোপ,রানু দত্ত, চয়ন দাস, পরেশ গোপ, রথীন্দ্র গোপ, সুরঞ্জন গোপ, সপন গোপ, রতি গোপ, জ্যোতিলাল গোপ, মতিলাল গোপ, লিটন গোপ, টিটন গোপ, দীলিপ গোপ, রিপন গোপ, প্রান্ত গোপ, কালিলেশ গোপ, শয়ন গোপ, সমীর গোপ, সুজন গোপ, অপু গোপ, জীবুলাল গোপ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন অম্লান গোপ ও দিব্য গোপ।

উল্লেখ্য বাবু রাখাল কুমার গোপ কিডনী সংশ্লিষ্ট বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দুবাইয়ে শারজাহ আল জাহেরা NMC প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।