জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লকডাউনের ৪ দিন পর আজ খুলছে ব্যাংক

দেশে সাপ্তাহিক ছুটিসহ মোট চারদিন বন্ধ থাকার পর সোমবার (৫ জুলাই) থেকে ব্যাংক এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। করোনার কারণে কঠোর বিধি-নিষেধ উপলক্ষে সপ্তাহে একদিন কমিয়ে মোট চার দিন লেনদেনের সিন্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

গত ৩০ জুন মন্ত্রীপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ১ থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর বিধি-নিষেধ দেয়ার পর ওইদিনই বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সাপ্তাহিক ছুটি ২ দিনের পরিবর্তে ৩ দিন করা হয়েছে। এছাড়া লেনদেন ও অন্যান্য কার্যক্রমের জন্যও নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, কঠোর বিধি-নিষেধের সময় ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। আর ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।