৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৮:৩৩

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাই সড়কের বুল্লাবাজার অংশ উঁচু হওয়ায় বাজারের প্রবেশ পথটি অকেজো প্রায়

হবিগঞ্জ লাখাই সড়কের বুল্লাবজার অংশ উঁচু হওয়াতে বাজারের প্রবেশ পথটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে বিধায় যানবাহন ও জনচলাচল উপযোগী করে পুনঃ নির্মানের দাবী উঠেছে।

লাখাই উপজেলার প্রাণখ্যাত বুল্লাবজারের প্রবেশ পথটি হলো তহশিল অফিস রাস্তা। এই রাস্তার মাধ্যমে বাজারে আগত ক্রেতাসাধারণ ও ব্যবসায়ীরা বাজারে গমনাগমন ও পন্য আনা নেওয়া করে থাকেন। বস্তুত বুল্লাবাজারের এ রাস্তাটি বাজারের মূল অংশে প্রবেশের একমাত্র রাস্তা হলেও বর্তমানে এই একমাত্র রাস্তার প্রবেশদ্বার হবিগঞ্জ লাখাই সড়কের এ অংশটি পুনঃ নির্মানকালে অপেক্ষাকৃত বেশি উঁচু হওয়ার কারণে বাজারের প্রধান প্রবেশ পথটি অকেজো হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ লাখাই সড়কের বুল্লাবাজার অংশটি পুনঃ নির্মানের পূর্বে বাজারের প্রবেশ পথ অর্থাৎ তহশিল অফিস রাস্তাটি দিয়ে বাজারের মূল অংশে যাতায়াত ও পণ্য পরিবহন সহজতর ছিল। কিন্ত বর্তমানে হবিগঞ্জ লাখাই সড়কটি উঁচু করে নির্মান করায় এই রাস্তা ব্যবহার করে বাজারে প্রবেশ করা দূরহ হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছে বাজারের মূল অংশের ব্যবসায়ীরা ও ক্রেতাসাধারণ। দিন দিন বাজারের এই মূল অংশের ব্যবসায় স্থবিরতা নেমে এসেছে। এমতাবস্থায় বাজারের প্রবেশ পথের এ রাস্তাটিতে জনচলাচল ও যানচলাচল স্বাভাবিকিকরণের লক্ষে মূল সড়কের সাথে সমন্বয় পূর্বক এই রাস্তাটি পুনঃ নির্মানের দাবি বাজার ব্যবসায়ীদের।
এ ব্যাপারে বুল্লাবাজার ব্যকস এর সাবেক সভাপতি বাদশা মিয়া, বাজারের দোকানঘর মালিক আতাউর রহমান ইমরান সহ বাজারের ব্যবসায়ীদের সাথে আলাপকালে জানা যায় হবিগঞ্জ লাখাই সড়কটি উঁচু হওয়ায় বাজারে প্রবেশের রাস্তাটি চলাচল অনুপযোগী হওয়ায় ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। তাই এ রাস্তাটি চলাচল উপযোগী করে পুনঃ নির্মানের দাবি জানান তারা।
এ বিষয়ে গতকাল বিকালে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সাথে স্থানীয় বুল্লা বাজারে এ অংশটি পরিদর্শনকালে জানান, রাস্তাটির সমস্যা লাঘবে সংশিষ্ঠ প্রকৌশলীর পরামর্শ মোতাবেক প্রয়োনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে। অংশ উঁচু হওয়াতে বাজারের প্রবেশ পথটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে বিধায় যানবাহন ও জনচলাচল উপযোগী করে পুনঃ নির্মানের দাবী উঠেছে।
লাখাই উপজেলার প্রাণখ্যাত বুল্লাবজারের প্রবেশ পথটি হলো তহশিল অফিস রাস্তা। এই রাস্তার মাধ্যমে বাজারে আগত ক্রেতাসাধারণ ও ব্যবসায়ীরা বাজারে গমনাগমন ও পন্য আনা নেওয়া করে থাকেন। বস্তুত বুল্লাবাজারের এ রাস্তাটি বাজারের মূল অংশে প্রবেশের একমাত্র রাস্তা হলেও বর্তমানে এই একমাত্র রাস্তার প্রবেশদ্বার হবিগঞ্জ লাখাই সড়কের এ অংশটি পুনঃ নির্মানকালে অপেক্ষাকৃত বেশি উঁচু হওয়ার কারণে বাজারের প্রধান প্রবেশ পথটি অকেজো হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ লাখাই সড়কের বুল্লাবাজার অংশটি পুনঃ নির্মানের পূর্বে বাজারের প্রবেশ পথ অর্থাৎ তহশিল অফিস রাস্তাটি দিয়ে বাজারের মূল অংশে যাতায়াত ও পণ্য পরিবহন সহজতর ছিল। কিন্ত বর্তমানে হবিগঞ্জ লাখাই সড়কটি উঁচু করে নির্মান করায় এই রাস্তা ব্যবহার করে বাজারে প্রবেশ করা দূরহ হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছে বাজারের মূল অংশের ব্যবসায়ীরা ও ক্রেতাসাধারণ। দিন দিন বাজারের এই মূল অংশের ব্যবসায় স্থবিরতা নেমে এসেছে। এমতাবস্থায় বাজারের প্রবেশ পথের এ রাস্তাটিতে জনচলাচল ও যানচলাচল স্বাভাবিকিকরণের লক্ষে মূল সড়কের সাথে সমন্বয় পূর্বক এই রাস্তাটি পুনঃ নির্মানের দাবি বাজার ব্যবসায়ীদের।
এ ব্যাপারে বুল্লাবাজার ব্যকস এর সাবেক সভাপতি বাদশা মিয়া, বাজারের দোকানঘর মালিক আতাউর রহমান ইমরান সহ বাজারের ব্যবসায়ীদের সাথে আলাপকালে জানা যায় হবিগঞ্জ লাখাই সড়কটি উঁচু হওয়ায় বাজারে প্রবেশের রাস্তাটি চলাচল অনুপযোগী হওয়ায় ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। তাই এ রাস্তাটি চলাচল উপযোগী করে পুনঃ নির্মানের দাবি জানান তারা।
এ বিষয়ে গতকাল বিকালে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সাথে স্থানীয় বুল্লা বাজারে এ অংশটি পরিদর্শনকালে জানান, রাস্তাটির সমস্যা লাঘবে সংশিষ্ঠ প্রকৌশলীর পরামর্শ মোতাবেক প্রয়োনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।