১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ২:০৫

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লকডাউন কার্যকর করতে মাঠে একযোগে হবিগঞ্জ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

করোনাভাইরাস সংক্রমণ রোধে ব্হস্পতিবার (০১ জুলাই) থেকে সারাদেশে এক সপ্তাহ কঠোর লকডাউন চলছে। এই লকডাউন কার্যকর করতে মাঠে নেমে একযোগে কাজ করছেন হবিগঞ্জ জেলা প্রশাসনের টিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জানা যায়, করোনা সংক্রমণ প্রতিরোধে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক আরোপিত বিধি-নিষেধ নিশ্চিতকল্পে একযোগে কাজ করছেন জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ বিভাগ, র‍্যাব, বিজিবি, আনসার ও জনপ্রতিনিধি বৃন্দ।

লকডাউন কার্যকর করতে মাঠে একযোগে হবিগঞ্জ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

বৃহস্পতিবার সকাল থেকেই হবিগঞ্জ শহরের প্রধান সড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়। হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এবং পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাকে সেনাবাহিনীকে নিয়ে যৌথভাবে কঠোর লকডাউন কার্যকর করতে মাঠে তৎপর দেখা যায়।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ হবিগঞ্জ জেলায় কঠোর লকডাউনের ১ম দিনে মোট ১৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মোট ১২০টি মামলার মাধ্যমে ১২০ জন ব্যক্তিকে ৯০,৮৫০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বে থাকা নিবাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি হবিগঞ্জ নিউজকে নিশ্চিত করেছেন৷