হবিগঞ্জের লাখাইয়ে ১হাজার ২শত ৬৭পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ১৯ আগস্ট সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১৯ হবিগঞ্জ ক্যাম্পের এক অভিযানে লাখাই উপজেলার লাখাই ইউনিয়নের আমানুল্লাপুর গ্রামে অভিযান চালায়, এ সময় ১২৫৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী লাখাই উপজেলার পূর্ব গ্রামের ওয়ারিছ উদ্দিনের ছেলে গোলাম কিবরিয়া মান্না (৪০) এবং একই এলাকার জানু চৌধুরীর ছেলে লোকমান (৩৪) কে আটক করে র্যাব।
র্যাব ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান হবিগঞ্জ নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাছাড়া আটককৃত আসামীদেরকে লাখাই থানার হস্তান্তর করা হয়েছে।


