জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে চুরি যাওয়া ৭টি গরু উদ্ধার করেছে পুলিশ

হবিগঞ্জের লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের সুজনপুর সংলগ্ন শান্তিপুর হাওড় এলাকা থেকে চুরি যাওয়া ৭টি গরু পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে।
জানা যায়, গত ১৮ আগস্ট (সোমবার) গভীর রাতে অজ্ঞাত চোরচক্র গোয়ালঘরের দরজার ছিটকিনি খুলে ছোট-বড় মোট ৭টি গরু চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় খবর পেয়ে লাখাই থানা পুলিশ দ্রুত ছায়া তদন্ত শুরু করে।

তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে, চুরি যাওয়া গরুগুলো ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার বুলটুক কান্দি গ্রামের একটি জঙ্গলে রাখা হয়েছে।

খবরের ভিত্তিতে লাখাই থানা পুলিশের নেতৃত্বে নাসিরনগর থানা পুলিশের সহায়তায় ওই জঙ্গলে অভিযান চালানো হয়। সেখান থেকে গরুগুলো উদ্ধার করে বাদীর জিম্মায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে লাখাই থানা পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।