জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে স্পীড বেকারের দাবি তে লিখিত আবেদন

হবিগঞ্জের  লাখাই রোডের বামৈ ইউনিয়ন এর মজম মাঝি নামক স্হানে রাস্তা পারাপারের জন্য স্পীট বেকার না থাকায় এ গুরুত্বপূর্ণ চৌরাস্তার মৌর টি তে পারাপারের সময় দীর্ঘদিন যাবত দুর্ঘটনা প্রায়ই হয়ে থাকে যার ফলশ্রুতিতে বিশেষ করে এর আশপাশে চারটি মাদ্রাসা রয়েছে মাদ্রাসায় আসা-যাওয়া করতে গিয়ে ছাত্র-ছাত্রীরা দুর্ঘটনার আশঙ্কায় রয়েছে পাশাপাশি জনসাধারণ ও পথচারী শিশু বাচ্চারা পারাপারের বিঘ্ন তা অনুভব করছে।

গতকাল বুধবার বামৈ তিনটি মাদ্রাসার সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্পীড বেকার দাবি নিয়ে লিখিত আবেদন করেছেন।

আবেদন উল্লেখ করেছেন মারুগাছআল জামিয়াতুল সুন্নাহ বালিকা মাদ্রাসা কাটিহারা মাদ্রাসা মাহাতাব উদ্দিন সুন্নিয়া মাদ্রাসা যাওয়ার সংযোগস্থল রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ হওয়ায় প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে এরফল শ্রুতিতে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে লিখিত করেছেন।

এ রাস্তাটি দিয়ে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এ প্রতিদিন ছাত্র-ছাত্রীসহ সকাল থেকে রাত পর্যন্ত অসংখ্য যানবাহন সহ মানুষজনের সমাগম ঘটে তাই চারটি রাস্তার সংযোগস্থলে স্পিড বেকারের দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছে ভুক্তভোগী মহল।

মোহাম্মদিয়া জামিয়া শরিফ মাহতাব উদ্দিন সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা তোফাজ্জল হোসেন হানাফী জানান এ রাস্তার স্ফীড বেকার অতিব জরুরী এখানে প্রায়ই এক্সিডেন্ট ঘটে আমার মাদ্রাসা সহ অন্যান্য মাদ্রাসার ছাত্রছাত্রীরা ও এই রাস্তা দিয়ে আসতে হয় ফিড বেকার দেওয়া হলে অনেকটা আশঙ্কা মুক্ত হবে বলে আশা করি।

এ ব্যাপারে বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজাদ হোসেন ফুরুক জানান রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ এ রাস্তা দিয়ে মাদ্রাসা স্কুল কলেজ গামী ছাত্র ছাত্রী সহ অসংখ্য যানবাহন আসা-যাওয়া করে যদি স্পিড বেকার দেওয়া হয় তাহলে ছাত্র-ছাত্রী সহ নিরাপদে আসা যাওয়া করতে পারবে এমনকি দুর্ঘটনা ও কমবে।