জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১: ৫ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান

হবিগঞ্জের লাখাই উপজেলার সন্তোষপুর হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে ফরিদ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। সোমবার দিবাগত রাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দীর্ঘ পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ ফরিদ মিয়া উপজেলার সন্তোষপুর গ্রামের মৃত তায়েজ উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনি আরও দুই জেলের সঙ্গে রাতে মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ নৌকা থেকে পড়ে পানিতে তলিয়ে যান তিনি। সঙ্গে থাকা জেলেরা এবং স্থানীয় লোকজন সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি।

পরে দুপুর ১২টার দিকে লাখাই ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র ফায়ার ফাইটার আনোয়ার হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তারা অভিযান চালালেও সফল হতে পারেননি।

ফায়ার ফাইটার আনোয়ার হোসেন জানান, পানিতে পড়ার সঠিক স্থান শনাক্ত করা না যাওয়ায় উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে। হাওরে বর্ষার পানিতে চারপাশ ডুবে যাওয়ায় নির্দিষ্ট স্থান চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে।

এদিকে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।