জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে টর্নেডোর আঘাতে ১২ বছরের শিশুর মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুতাং এলাকায় ভয়াবহ টর্নেডোর আঘাতে এক শিশুর (বয়স ১২) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে বাড়ির পাশের কৃষি জমিতে ছাগল ডেগরাতে গেলে হঠাৎ টর্নেডো আঘাত হানে। এতে শিশুটি ঝড়ের কবলে পড়ে গুরুতরভাবে দগ্ধ হয়।

 

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, এমন আকস্মিক টর্নেডো তারা আগে কখনো দেখেননি।