হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র্যাব-৯ এর অভিযানে ৩০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) ভোরে শায়েস্তাগঞ্জ পুরাতন বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৯, সিপিসি-৩ ক্যাম্প শায়েস্তাগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পুরাতন বাজারস্থ সুজন স্টোরের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো—
১। মোঃ শান্ত মিয়া (২২), পিতা- চাঁন মিয়া, সাং- পশ্চিম পাকুরিয়া,
২। মোহাম্মদ আলী (৩৫), পিতা- মোঃ মনোয়ার আলী, সাং- দক্ষিণ আমকান্দি,
৩। কদর আলী হেলাল (২৫), পিতা- মোঃ আফসর আলী, সাং- পাকুরিয়া, থানা- চুনারুঘাট।
তল্লাশিতে তাদের সঙ্গে থাকা দুইটি প্লাস্টিকের বস্তা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে সেখানে এনেছিল। আটক আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।