জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে এক সিআর পরোয়ানাভুক্ত ও এক সিআর সাজাপ্রাপ্ত আসামিসহ মোট দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

 

গ্রেফতারকৃত আসামিরা হলেন—

১. মোঃ রতন মিয়া, পিতা- আলাউদ্দিন, সাং- সুরাবই, থানা- শায়েস্তাগঞ্জ, জেলা- হবিগঞ্জ।

তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা (নং: নারী ও শিশু-১৯৬/২৩) চলমান রয়েছে।

 

২. আছিয়া খাতুন, পিতা- আব্দুল মতিন, সাং- হামুয়া, থানা- হবিগঞ্জ সদর, জেলা- হবিগঞ্জ।

তিনি দায়রা-৫৬/২৪, সিআর-৩৪৩/২২ (শাঃ) মামলায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

অভিযান শেষে গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অপরাধ দমন ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।