পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর সভায় ৯ টি ওয়ার্ডে সর্ব মোট ৪ হাজার ৬ শ ২১ জন দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্য শস্য ( সিদ্ধ ও আতব চাল) বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯ টার দিকে শায়েস্তাগঞ্জ পৌরসভার আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে পৌর সভায় প্রতিটি ওয়ার্ডে পরিবারকে মাথা পিছু ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে ।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর সভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস ।
এসময় উপস্থিত ছিলেন – ৫ ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আজিজুর রহমান মাসুদ এর পক্ষে ইউনিয়ন সমাজ সেবা কর্মী দিলীপ কৈরী , শায়েস্তাগঞ্জ থানা এ এস আই আল মামুন । চাল বিতরণে সময় পৌর সভা দায়িত্ব প্রাপ্ত কর্মচারী ছিলেন ১ নং ওয়ার্ডে মোঃ আজিজুল হক , ২নং ওয়ার্ডে সুশীল কুমার বসাক , ৩ নং ওয়ার্ডে প্রণতি রাণী শীল , ৪ নং ওয়ার্ডে পৌর সভা সহকারী আতাউর রহমান , ৫ নং ওয়ার্ডে পৌর সভা হিসাব রক্ষক মোবারক শাহ , ৬ নং ওয়ার্ডে মোঃ নুরুল ইসলাম , ৭ নং ওয়ার্ডে দেবাশীষ দেব , ৮ নং ওয়ার্ডে সুজিত কুমার দত্ত , ৯ নং ওয়ার্ডে পৌর সভা জন্ম নিবন্ধনকারী মোঃ কামাল উদ্দিন ও শেখ জিয়াউর রহমান সহ অনেকেই। সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ ।
জানা যায় , ঈদুল আজহা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভিজিএফ কর্মসূচি আওতায় শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪৬.২১০ মেট্রিক টন সিদ্ধ ও আতব চাল বরাদ্দ এসেছে । এ চাল ৪ হাজার ৬ শ ২১ টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি করে বিতরণের সিদ্ধান্ত হয়।
ঈদুল আজহা উপলক্ষে সরকারের বিশেষ বরাদ্দের চাল নিতে আসা ৪ নং ওয়ার্ডের বিলকিস আক্তার বলেন , ” আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা ঈদ। ঈদের আগে ১০ কেজি চাল পেয়ে আমি খুব খুশি । এখন সেমাই , চিনি , দুধ কিনতে পারবো।
পৌরসভা নির্বাহী কর্মকর্তা (পৌর সচিব ) মোঃ নুরুল আমিন জানান , পৌরসভায় ৯ টি ওয়ার্ডে ৪ হাজার ৬ শ ২১ জন নিম্ন আয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয় ।