হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজারে অবস্থিত ৬০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টা ২০ মিনিটে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (PGCB)-এর TR-2 ব্রেকার ও সিটিতে আকস্মিকভাবে আগুন লাগে। এতে শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে দেড় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরবর্তীতে আবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে হবিগঞ্জে।
শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী মো. রাসেল খান চৌধুরী জানান, বিকট বিস্ফোরণের শব্দ শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন কর্মকর্তারা এবং নিজেদের ব্যবস্থাপনায় ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর আগে গত ৩১ জুলাই একই উপকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় দুই দিন চেষ্টার পর নতুন যন্ত্রপাতি স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ সচল করা হয়।
আজকের আগুনের ঘটনায় দুপুর ১২টা ৩৭ মিনিট থেকে বিদ্যুৎ বন্ধ ছিল এবং দুপুর ২টা ১৫ মিনিটে আবার স্বাভাবিকভাবে সরবরাহ শুরু হয়। পরবর্তীতে আবারও বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।
বিদ্যুৎ বিভাগ আগেই জানিয়েছিল যে, সোমবার সকালে শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রে জরুরি মেরামতের কাজ চলবে। এরই মধ্যে হঠাৎ এই আগুন নতুন করে উদ্বেগ তৈরি করেছে।