জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে অস্বচ্ছল নারীদেরকে মহিলা আ’লীগের খাদ্য সহায়তা

শায়েস্তাগঞ্জ উপজেলায় দুই শতাধিক অস্বচ্ছল নারীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ।

গত শনিবার দুপুরে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলে জেলা মহিলা আওয়ামী লীগের সহ- সভাপতি ইসমত আরা জলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলেয়া আক্তার এর পরিচালনায় খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।

বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির করোনাভাইরাস পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে জীবন যাপনের জন্য অনুরোধ জানান। পরে তিনি নারীদের মাঝে খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা ও শায়েস্তাগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।