শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মেহেরুন্নেছা (৪৭) নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেরুন্নেছা জেলা শহরের রাজনগর এলাকার শামছুজ্জামানের স্ত্রী।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান জানান, দুদিন আগে মেহেরুন্নেছা তার স্বামীর বাড়ি রাজনগর থেকে পিতার বাড়ি চুনারুঘাটে বেড়াতে যায়।
বেড়ানো শেষে বুধবার দুপুরে তার ছেলে সামি আহমেদের সঙ্গে মোটরসাইকেলে হবিগঞ্জে আসার পথে পথিমধ্যে মেহেরুন্নেছা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এতে তিনি গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।