৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:০৯

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা পালিত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০২২ইং অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার পালিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) সকাল সারে ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০২২ অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা আ’লীগের উপদেষ্ঠা শেখ মুজিবুর রহমান, ব্রাহ্মনডোরা ইউপি চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সহকারী সার্জন ডাঃ বিশ্বজিত রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা সমাজ সেবা অফিসার মোর্শেদা আক্তার মনি, উপজেলা মৎস কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা, উপজেলা তথ্য অফিসার মীর নওরীন শারমীন, ইসলামী একাডেমী এন্ড হাই স্কুল এর প্রধান শিক্ষক মোঃ নুরুল হক।

আরো উপস্থিত ছিলেন, মোজাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন, উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ ব্যকস সভাপতি আবুল কাসেম শিবলু, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, পুরান বাজার ব্যকস এর মোঃ শামসুল হক প্রমুখ।