আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মোস্তাফিজুর রহমান চৌধুরী ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাসের আজমিরীগঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব রাসেল চৌধুরীর পিতা রাসেল চৌধুরী পিতা শিবপাশা গ্রামের যশকেশরী মহল্লার প্রবীণ মুরব্বি মো: ফজলুর রহমান চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও সৌদিআরব শাখার সভাপতি আহমেদ আলী মুকিব৷ তিনি এক শোক বার্তায় ফজলুর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন৷ একইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানান৷ শোক বার্তায় আহমেদ আলী মুকিব বলেন, ফজলুর রহমান চৌধুরী আমার মহল্লার একজন প্রবীণ মুরব্বি ছিলেন৷ তিনি অত্যন্ত ভদ্র ও অমায়িক ছিলেন৷ তিনি জাতীয়তাবাদী আদর্শের লোক ছিলেন৷
২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ২:৪২