হবিগঞ্জ জেলার নবীগঞ্জে শেরপুর হাইওয়ে থানার পুলিশের অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় অবৈধ জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানচালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ।
১৪ অক্টোবর ২০২৫ খ্রিঃ মঙ্গলবার বিকাল ৩টা ৩০ মিনিটে শেরপুর হাইওয়ে থানার এএসআই মোঃ মহরম আলী ও সঙ্গীয় ফোর্স কনস্টেবল রিফাত কাজী, মোঃ রুমান মিয়া, জুবায়েদ মিয়া এবং ড্রাইভার নায়েক অরুপ সরকারসহ থানা এলাকায় নিয়মিত মোবাইল ডিউটিতে ছিলেন।
তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ভারতীয় পণ্যবাহী একটি কাভার্ডভ্যান ঢাকা অভিমুখে যাচ্ছে। পরে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বিজনা ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ঢাকা মেট্রো-ট-২০-১৭৬৩ নম্বরের কাভার্ডভ্যানটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
প্রাথমিক তল্লাশিতে কাভার্ডভ্যানের পিছনের ডালা খুলে ‘UNJHA’S FAMOUS K.S. GOLD Jeera 2025’ ব্র্যান্ডের সোনালী ও কমলা রঙের ৪০০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ১২,০০০ কেজি জিরা, যার বাজারমূল্য আনুমানিক ৭২ লক্ষ টাকা।
ঘটনার খবর পেয়ে অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিঃ) জামিল হাসান অনিক ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিরাসহ কাভার্ডভ্যানটি জব্দ করেন এবং সংশ্লিষ্টদের আটক করেন।
আটককৃতরা হলেন—মোঃ বাবুল হোসেন (৩৫), পিতা-মোস্তাফা মিয়া, সাং-সন্তেশপুর, ডাকঃ সন্তেশপুর, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর। মোঃ কামাল তালুকদার (৩৬), পিতা-হানু মিয়া, সাং-বানিয়াচং, ডাকঃ শ্যামগ্রাম, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
জব্দকৃত কাভার্ডভ্যান ও ভারতীয় জিরা শেরপুর হাইওয়ে থানায় এনে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা।