জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শ্বাশুড়ী হত্যার অভিযোগে পুত্রবধু আটক

হবিগঞ্জ সদরের বহুলা গ্রামে শ্বাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে এক পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূ নাজমা চৌধুরীকে আটক করেছে সদর থানা পুলিশ।

সূত্রে জানা যায়, পুত্রবধূ নাজমা চৌধুরীর সাথে তার৷ শ্বাশুড়ী শফর চাঁন বিবি (৭০) প্রায়ই তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হতো।

মঙ্গলবার দিবাগত রাতে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে নাজমা চৌধুরী শাশুড়ীকে আঘাত করলে তিনি আহত হন।

পরে স্থানীয় লোকজন উদ্বার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।

ভোর রাত ৩ টায় শাশুড়ী শফর চাঁন বিবি পুনরায় অসুস্থ হয়ে পড়লে সদর হাসপাতাল নিয়ে আসা হয়। হাসপাতালে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পুত্রবধূ নাজমা চৌধুরীকে আটক করেছে।

হবিগঞ্জ সদর থানার (ওসি তদন্ত) দৌস মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্বারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।

হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মাসুক আলী জানান, লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রকমগ্ত ঘটনা উদঘাটনের জন্য ঘটনায় জড়িত পুত্রবধূ নাজমা চৌধুরীকে জিঙ্গাসাবাদ চলছে।