১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৮:১১

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

সদর উপজেলার বিভিন্ন স্থানে জমে উঠেছে জুয়ার আসর

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে জমে উঠেছে জুয়ার আসর। ফলে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে।

প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আবার কোনো কোনো সময় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্নস্থান থেকে জুয়াড়িরা এসে আসর বসায়। আর এই আসরে মদ, গাঁজা সেবনসহ নানান ধরণের কর্মকান্ড চলে।

স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের ভঙ্গরহাটি গ্রামের পশ্চিম দিকে কবরস্থান সংলগ্ন ঝোপের মধ্যে আওয়াল মিয়ার পুত্র কাজল মিয়ার নেতৃত্বে প্রতিদিন জুয়ার আসর বসে। আর এই জুয়ার আসরে বিভিন্নস্থান থেকে জুয়াড়িরা এসে যোগ দেয়। চলে লাখ লাখ টাকার জুয়া খেলা। অনেকে জুয়ায় হেরে গিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে।

তারা আরও বলেন, ইদানিং দেখা গেছে পুলিশ জুয়াড়িদের বিরুদ্ধে ব্যাপক তৎপর হয়ে উঠেছে। কিন্তু আমাদের এলাকায় কোনো অভিযান করা হচ্ছে না।

এ বিষয়ে সদর থানার ওসি জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা হয়েছে। যদি এরকম কেউ করে তাহলে খবর পাওয়ামাত্রই পুলিশ অভিযান চালাবে।