১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫১

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক

হবিগঞ্জ শহরে প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক অমিতাভ পরাগ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোঃ জাকারিয়া।সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি শামীম আহসান, সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি মোঃ সাবান মিয়া, সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সাবেক সধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, মাছরাঙ্গা টিভির হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোশিয়েশনের সাবেক সভাপতি প্রদীপ দাস সাগর, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি শাকিল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, বর্তমান সভাপতি এমদাদুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক ও জিটিভির হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকারিয়া চৌধুরী প্রমুখ।মতবিনিময় সভায় সাংবাদিকরা পুরাতন খোয়াই নদী উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখা, হবিগঞ্জ শহরকে সিসি টিভির আওতায় নিয়ে আসা, শহররক্ষা বাঁধ মেরামত, অবৈধ বালু উত্তোলন বন্ধ, মাদক, সদর হাসপাতালে ডাক্তার না থাকা, হাসপাতালের দালাল চক্ররোধ ও ইভটিজিংসহ হবিগঞ্জ শহরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরে সকল সমস্যার কথা শুণে সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান পুরাতন খোয়াই নদীর উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখাসহ তার দায়িত্বকালীন সময়ে পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস প্রদান করেন একই সাথে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।