সিলেটের গোলাপগঞ্জ থানাধীন শ্রীরামপুর বাইপাস এলাকা থেকে ১৫,৫৩৯ পিস ইয়াবাসহ মোঃ আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট।
শনিবার (৯ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটের দিকে র্যাব-৯ সদর কোম্পানির একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
র্যাব জানায়, অভিযানের সময় সিলেটগামী একটি নীল রঙের পিকআপ থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না পাওয়ায় পিকআপ তল্লাশি করা হয়। এসময় ড্রাইভিং সিটের পাশে থাকা একটি নীল পলিথিনের ভেতর ৭৮টি পলিজিপার প্যাকেটে রাখা ১৫,৫৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ৮৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন সিলেটের বিয়ানীবাজার থানার পইলগ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।