জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

সিলেট বিভাগজুড়ে ১০ হাজার বৃক্ষরোপণের অভিযান শুরু

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব রোধ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুর সিলেট বিভাগজুড়ে ১০ হাজার বৃক্ষরোপণের টার্গেট নিয়েপরিবেশ বন্ধু সিজন-০৪’ কর্মসূচি শুরু করেছে।

এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১২ জুলাই) হবিগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি কার্যালয়ে বৃক্ষরোপণ কার্যক্রম পালন করা হয়। এতে অংশ নেন স্থানীয় শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান, ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবক এবং সংগঠনের সদস্যরা।

সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিনহাজ বলেন,

“জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার হতে যাচ্ছে বাংলাদেশ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমরা প্রতিবছর স্থানীয়ভাবে কর্মসূচি পালন করলেও এবার সিলেট বিভাগের প্রতিটি উপজেলায় পৌঁছানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছি।”

তিনি আরও বলেন,

“সাধারণ মানুষকে সম্পৃক্ত করেই আমরা এই সবুজ বিপ্লব গড়তে চাই। আমাদের আজীবন সদস্য ও দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষীরা গাছ উপহার দিয়ে এই উদ্যোগে অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন।”

সহ-সভাপতি শহিদুল ইসলাম বলেন,

“সাম্প্রতিক সময়ে ভয়াবহভাবে তাপমাত্রা বাড়ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এখনই মোকাবিলা করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক হুমকিতে পড়বে। সেই ভাবনা থেকেই আমরা সক্রিয়ভাবে গাছ লাগানোর কার্যক্রম হাতে নিয়েছি।”

২০১৯ সালে প্রতিষ্ঠিত ফেয়ার ফেইস জগন্নাথপুর পরিবেশ, মানবিক সেবা ও সচেতনতামূলক কার্যক্রমে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। কোভিড-১৯ মহামারির সময় জনসচেতনতা তৈরিতে সক্রিয়ভাবে মাঠপর্যায়ে কাজ করে সংগঠনটি স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়।