জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও জেলা বৃক্ষমেলা ২০২৫ উপলক্ষ্যে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আজ (মঙ্গলবার) এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান। সভাপতিত্ব করেন সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জনাব মো: হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস। এছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী, পরিবেশপ্রেমী সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং পরিবেশ সুরক্ষায় গাছ লাগানোর আহ্বান জানান। তারা বলেন, “গাছ লাগান, জীবন বাঁচান”—এই প্রতিপাদ্যে সকল স্তরের জনগণের অংশগ্রহণে বৃক্ষরোপণ আন্দোলনকে শক্তিশালী করতে হবে।
মেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা, বনজ, ফলজ ও ভেষজ গাছের স্টলসহ পরিবেশবিষয়ক নানা তথ্য ও সচেতনতামূলক আয়োজন ছিল লক্ষ্যণীয়। জেলা প্রশাসনের এ সুন্দর উদ্যোগে প্রশংসা জানিয়ে নাগরিকরা নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণের অঙ্গীকার করেন।