১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ২:২৮

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসায় অনুদান প্রদান

হবিগঞ্জ সদর লাখাই শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ইসলামিক ফাউণ্ডেশন গঠন করেছিলেন, সারা দেশে ইসলামের খেদমত করার জন্য আলেম উলামাদের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার ঘটিয়েছিলেন।

কিন্তু আজ সারা দেশে হেফাজতের নামে কিছু সংখ্যান বিভ্রান্ত লোক দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে চাচ্ছে। তাদের সেই স্বপ্ন কখনো বাংলার মাঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরণ হতে দেবেন না।

তিনি মঙ্গলবার (২৫মে) ইসলামীক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কার্যালয়ে বিশ্বব্যাপি বিদ্যমান প্রাণঘাতি করোনা পরিস্থিতিতে হবিগঞ্জ জেলার ১৬ টি দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসায় পূর্বে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আপতকালীন সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য একথা বলেন।

ইসলামিক ফাউণ্ডেশন হবিগঞ্জের উপপরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা শেখ আবুল ফজল, হাফেজ মাওলানা সামছুল হক মুসা, মুফতী আলমগীর হোসেন, মাওলানা আমিনুল হক, মাওলানা আব্দাল হোসেন খান, ফিল্ড অফিসার আব্দুল ওয়াদুদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা সৈয়দ জিয়াউর রহমান।

এসময় জেলার ১৬ টি দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার পূর্বে নিয়োগপ্রাপ্ত ৩১ জন শিক্ষকদের মাঝে ২৫ হাজার টাকা করে মোট ৭ লাখ ৭৫ হাজার টাকা আপতকালীন সহায়তা প্রদান হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এককালীন অনুদান প্রদান করা হয়।