হবিগঞ্জ জেলার মাধবপুরে সংঘটিত ধর্ষণ মামলার মূল আসামী মোঃ ফয়েজ মিয়াকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়, ভিকটিম মাধবপুর থানাধীন এক্তিয়ারপুর গ্রামের বাসিন্দা। গত ২৬ সেপ্টেম্বর রাতে পারিবারিক কলহের পর বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে আসামী ফয়েজ মিয়া তাকে জোরপূর্বক পার্শ্ববর্তী এক গোয়াল ঘরে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে আসামী পলাতক ছিল। তাকে গ্রেফতারের জন্য র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র্যাব-৭ চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দুপুরে ফেনীর দাগনভূঁইয়া থানার জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে আসামী ফয়েজ মিয়াকে (৩০) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ফয়েজ মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর থানার এক্তিয়ারপুর গ্রামের ইছব আলীর ছেলে। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।