১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
ভোর ৫:৪৮

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ দিবস

যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জ জেলায় পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ দিবস। দিবসের শুরুতে জেলার টাউন হলস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন জেলার সকল সরকারি প্রতিষ্ঠানের সদস্যবৃন্দসহ সর্বস্তরের জনগণ।

এসময় বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: আবু জাহির, জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

হবিগঞ্জে পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ দিবস

এরপর নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সকলে অংশগ্রহণ করেন।

আজকের এই দিনের অন্যতম আকর্ষণ ছিল শতকণ্ঠে ৭ই মার্চের ভাষণ। শিশু কিশোরদের অংশগ্রহণে এই ভাষণ অন্য এক আকর্ষণ তৈরি করে শ্রোতাদের মাঝে।

হবিগঞ্জে পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ দিবস

জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: আবু জাহির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক মো: নাজমুল হাসান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভা মেয়র আতাউর রহমান সেলিম ও জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আলমগীর চৌধুরী।

হবিগঞ্জে পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ দিবস

এছাড়াও প্রেস ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ, সাংস্কৃতিক অঙ্গনের সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।