প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী মতবিনিময় সভা।
রোববার (১৩ জুলাই) দুপুর ১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান, পরিচালক মোহাম্মদ কামরুল হাসান এনডিসি, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সি এবং সিলেট বিভাগের পরিচালক মো. নুরুল ইসলাম প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, “সরকারের মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি শিশুকে স্বাক্ষরজ্ঞান সম্পন্ন করে গড়ে তোলা। প্রাথমিক শিক্ষা হচ্ছে জীবন গঠনের ভিত্তি। শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিদ্যালয় যেন কোনোভাবে ফাঁকিবাজির স্থান না হয়।”
তিনি আরও বলেন, “শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে বেসিক শিক্ষা অর্জন করে। এ জায়গায় কোনো অবহেলার সুযোগ নেই। শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
মতবিনিময় সভা শেষে উপদেষ্টা হবিগঞ্জ স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং চলমান শিক্ষাকর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন।


