“শিক্ষা সেবায় আনন্দ, গড়বো নতুন দিগন্ত”— এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের উদ্যোগে সারাদেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে মাইন্ড ম্যারাথন-২৫ (সিজন-২)।
এরই অংশ হিসেবে হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মাইন্ড ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মেধা ও প্রতিভার প্রকাশ ঘটায়। আয়োজকরা জানান, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, জ্ঞানার্জনের আগ্রহ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অতিথিরা বলেন, ফুলকুঁড়ি আসরের এই উদ্যোগ আগামী প্রজন্মকে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অনুপ্রাণিত করবে এবং শিক্ষার্থীদের মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।