জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে বৃহৎ হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

হবিগঞ্জের বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা মুফতি হাফেজ তৈয়্যিবুর রহমান চিশতী (রহ.)-এর স্মরণে জেলার অন্যতম বৃহৎ হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

তৈয়্যবিয়া কাদেরিয়া মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে আজ হবিগঞ্জের মাসুলিয়া সরকারি স্কুল মাঠ প্রাঙ্গন ও  মাসুলিয়া মরহুমা ছানা বেগম হাফিজিয়া মাদ্রাসায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে ৫, ১০, ২০ ও ৩০ পাড়া—এই চারটি বিভাগে জেলার বিভিন্ন স্থান থেকে আগত কয়েকশত হাফেজে কোরআন অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের মাঝে দেড় লক্ষাধিক টাকা নগদ পুরস্কার বিতরণ করা হয়।

IMG 20260110 WA0009

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মুনিরুজ্জামান উসমানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাহাবুদ্দিন, মাওলানা মুফতি আশরাফুল ওয়াদুদ, মাওলানা নাছির উদ্দিন, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক জনাব ফখরুদ্দিন খান পারভেজ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাসবি সাঈদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সৈয়দ নজরুল ইসলাম এবং ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সালাহ উদ্দিন আহমেদ টিটু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা তানভীর রেজা চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন হাফেজ মুজাম্মিল হক তরফদার, হাফেজ কারী এবাদুল হক চৌধুরী, হাফেজ মাওলানা মামুনুর রশিদ, আব্দুল জলিল ও কামাল হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।