হবিগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) জেলা সিভিল সার্জন জনাব ডা. রত্নদীপ বিশ্বাস বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মুখলিছুর রহমান এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
পরিদর্শনকালে একাধিক অনিয়ম ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদার কেয়ার জেনারেল হাসপাতাল ও সূর্যমুখী জেনারেল হাসপাতাল (শাখা-২) কে ২০ হাজার টাকা এবং মাউন্ট এভারেস্ট ডায়াগনস্টিক সেন্টার কে ৫ হাজার টাকা জরিমানা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও মান বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।