১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৩:৫১

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে ভার্চুয়াল কোর্ট বর্জনের সিদ্ধান্ত

এম এ মজিদ, হবিগঞ্জঃ
হবিগঞ্জে ভার্চুয়াল কোর্ট বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির জরুরী সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

আইনজীবী নেতারা জানান- ভার্চূয়াল কোর্ট পরিচালনার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্ট দরকার তা নেই।

তাছাড়া একেকটি জামিন শুনানীর জন্য আবেদন করা, তা শুনানী করার জন্য সময় নির্ধারণ করা, জামিন মঞ্জুর হলে বেইল বন্ড দাখিল করা, ভার্চুয়াল কোর্ট এ শুনানীকালে একবার সংযোগ বিচ্ছিন্ন হলে পরের পরের দিন বা এরও পরে জামিন শুনানীর জন্য আবার নির্ধারণ করাসহ নানা জটিলতার কথা আইনজীবীরা তুলে ধরেন।

পরে জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ বদরুল আলম বদরু মিয়ার নেতৃত্বে একটি আইনজীবী প্রতিনিধি দল জেলা ও দায়রা জজ মোঃ আমজাদ হোসেনের আদালতে গিয়ে জেলা আইনজীবী সমিতির ভার্চুয়াল কোর্ট বর্জনের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।