১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২৪

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং অভিযান

হবিগঞ্জ  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করে। এসময় কয়েকটি দোকানে অভিযান করে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ায় তাদেরকে জরিমানা করা হয়।

আজ বুধবার (২৮ জুলাই) হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে শায়েস্তাগঞ্জ উপজেলার ড্রাইভার বাজার ও স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এ সময়ে মেযাদোত্তীর্ণ বীজ বিক্রয় করার জন্য চাষী বীজ ঘরকে ও মেয়াদ উত্তীর্ণ গাবাদি পশুর ঔষধ বিক্রয় করার জন্য মদিনা ট্রেডার্স ও শাপলা ট্রেডার্স কে জরিমানা করা হয় ।

এছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং তাদের পণ্য যাছাই করা হয়। শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগীতা প্রদান করেন। সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন,
জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।