জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে মাছ চুরি নিয়ে বিবাদের জেরে হত্যাকাণ্ডের প্রধান আসামি র‍্যাবের হাতে আটক

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় মাছ চুরি নিয়ে বিবাদের জেরে সংঘটিত হত্যাকাণ্ডের প্রধান আসামি আউয়াল মিয়া (৪২)-কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব সূত্রে জানা গেছে, লাখাই থানাধীন মুড়িয়াউক এলাকার বাসিন্দা ভিকটিম সফিকুর রহমান একটি ফিশারির লিজ নিয়ে দেশীয় প্রজাতির মাছ চাষ করতেন। গত ১ এপ্রিল (২০২৫) বিকালে মুড়িয়াউক গ্রামের জব্বর নগরে চায়ের দোকানে অবস্থানকালে পূর্ব থেকে ওৎপেতে থাকা আসামিরা দা, লোহার রড, কাঠের রুইল ও জিআই পাইপ দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে রাস্তায় ফেলে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে লাখাই থানায় হত্যা মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১০ ঢাকার একটি যৌথ দল গত ২৩ আগস্ট (২০২৫) বিকাল ৫টার দিকে ঢাকার চকবাজার থানাধীন খাজে দেওয়ান ১ম লেন আনোয়ার স্টোরের সামনে থেকে হত্যা মামলার ১ নম্বর আসামি আউয়াল মিয়াকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আউয়াল মিয়া (৪২), পিতা—মিয়া হোসেন, গ্রামের বাড়ি লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে।

গ্রেপ্তারের পর তাকে লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

র‌্যাব জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।