হবিগঞ্জের সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিণ চর হামুয়া এলাকা থেকে ১৮৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব-৯।
এ সময় ডাম্পার ট্রাকযোগে মদ পাচারের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে ১১ জুলাই ভোরে শালুটিকর ব্রিজের পাশে একটি ডাম্পার ট্রাককে থামানোর চেষ্টা করা হয়। ট্রাকটি র্যাবের সংকেত উপেক্ষা করে দ্রুতগতিতে পালিয়ে যায়। পরে ধাওয়া করে হবিগঞ্জের লস্করপুর রেলক্রসিং এলাকায় ট্রাকটি আটক করা হয়।
পরে ট্রাকের বালুর নিচ থেকে ১৮৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মো. জীবন মিয়া (২৭), পিতা: মত শফিকুর রহমান, ঠিকানা: বারদী, সোনারগাঁও, নারায়ণগঞ্জ; ও মো. আরিফ ভূঁইয়া (৩০), পিতা: মৃত আবুল কাশেম, ঠিকানা: সুফিরকান্দি, দাউদকান্দি, কুমিল্লা।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।